Saturday, March 22

এতিম শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ

0

নিজস্ব প্রতিবেদকঃ সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী এলাকায় অবস্থিত নামোশংকরবাটী তারবিয়াতুল মাসাকিন ইয়াতিমখানা এবং আসাদ-আকলিমা মহিলা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ৫০ জন এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।

ব্যাংকটির চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার রিপন বসাক-এর উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, তাইফুর রহমানসহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম, মার্কেটিং এন্ড সেলস অফিসার তৌহিদ আহমেদ।

উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.