Saturday, March 22

ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করা হয়েছে হত্যা প্রচেষ্টায়

0

স্থানীয় সময় শনিবার গভীর রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই)নিশ্চিত করেছে যে,হত্যার উদ্দেশে ট্রাম্পকে গুলি করা হয়েছে।এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, যখন ট্রাম্প সমাবেশ করছিলেন তখন গুলি করা হয়। এটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি হত্যার প্রচেষ্টা।
এরআগে সন্ধ্যা ৬টার দিকে বাটলারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে।
অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। নির্বাচনি সমাবেশে ভাষণ চলাকালে, গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস বলে জানা গেছে। সে ২০ বছর বয়সি একজন শ্বেতাঙ্গ তরুণ। সন্দেহভাজন ওই হামলাকারী ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এফবিআই জানায়, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি এআর-ফিফটিন স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প লিখেছেন, ‘আচমকা আমি শব্দ শুনি, আর তখনই বুঝতে পারি যে অঘটন ঘটেছে। অনুভব করি গুলি আমার ডান কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে। খবর বিবিসি ও এনডিটিভির।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.