Saturday, March 22

দীর্ঘদিন পর অবশেষে রোয়াংছড়ির দেবতাখুম ভ্রমণের দুয়ার খুললো

0

বান্দরবান প্রতিনিধিঃ দীর্ঘ পাঁচ মাস পর ভ্রমণ পিপাসুদের সবচেয়ে রোমাঞ্চকর পর্যটন স্পট হিসেবে পরিচিত যারা বিশেষ করে ট্রাকিং ভালোবেসে থাকেন তাদের জন্য বান্দরবান সদর থেকে সবচেয়ে কাছে উপজেলার রোয়াংছড়ি দেবতাখুম পর্যটক কেন্দ্রে আগামীকাল ১১ ফেব্রুয়ারি থেকে ভ্রমণ করতে কোনো বাধানিষেধ নেই। তবে এখনো থানচি ও রুমা উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের গত ৪ ফেব্রুয়ারি স্মারকমূলে প্রেরিত পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।’

এর আগে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ পর্যন্ত দেশের তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

পরে এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখে বান্দরবান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা গত ৭ নভেম্বর থেকে বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আগামিকাল থেকে পর্যটন কেন্দ্র দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন কর্মকর্তাদের আলোচনা সাপেক্ষে আগামিকাল থেকে পর্যটকদের জন্য দেবতাকুম খুলে দেয়া সিদ্ধান্ত হয়েছে। আশা করছি আবারো পর্যটকদের পদচারণা মুখরিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.