Saturday, March 22

মাগুরার সেই শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

0

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক তথ্যে জানায়, আজ আরও দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আট বছর বয়সী শিশুটির। তার ব্রেনফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। রক্তচাপ ও অক্সিজেন লেভেলও অনেক কম। শিশুটির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ ।

শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু আইসিইউতে আছে। গত ৮মার্চ সন্ধ্যায় শিশুটিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে আনা হয়। বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে জানানো হয়।

গত পাঁচই মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.