শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানেন না বিসিবি সভাপতি

0

সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম টেস্টেও সুবিধা করতে পারেননি এই টাইগার অধিনায়ক। যা নিয়ে চলছে সমালোচনা। এরই মধ্যে গুঞ্জন রয়েছে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। তবে শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান শান্ত। এক প্রতিবেদনে এমনটা জানায় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, সে (শান্ত) আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।’ একই প্রসঙ্গে শান্ত বলেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনো সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।’ বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’

তিনি আরও বলেন ‘যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও আমরা আলোচনা করব।’

বিষয়টি নিজেও জানেন না উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, ‘আমিও জানি না এই ব্যাপারে। আমি আপনাদের মতোই শুনেছি। দেখেন যদি না চায়, সরাসরি বলা উচিত, আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম। আমি চট্টগ্রামে আজ রাতে যাচ্ছি। কাল বা এর পরের দিনের মধ্যে কোচ ও দলের সঙ্গে বসবো, এরপর আপনাদের জানাতে পারব।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.