Saturday, March 22

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল

0

নিজস্ব প্রতিবেদকঃ সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এবং বি.এ. (সম্মান) প্রথম ব্যাচের শিক্ষার্থী সাজেদুল করিম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন ও রেজাউল মোস্তফা রেজা।

সভাপতি ড. মুহাম্মদ নুরুন্নবী তাঁর বক্তব্যে তাকওয়া অর্জনে মাহে রমযান ও সিয়াম সাধনার প্রতি গুরুত্বারোপের পাশাপাশি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নিকট তুলে ধরেন।

বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবী সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী প্রক্টর নিযুক্ত হওয়ায় বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৫ এ চ্যাম্পিয়ন সাউদার্ন টিমকে অভিনন্দন জানানো হয়।পরিশেষে দেশ—জাতির সার্বিক কল্যাণে বিশেষ দুআ ও মুনাজাত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.