Tuesday, April 29

৫০ চার ২২ ছক্কায় ৪০৪ করে মুস্তাকিমের ইতিহাস

0

দশম জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ব্যাট হাতে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। ৫০ চার ও ২২ ছক্কায় ৪০৪ রানে অপরাজিত অতিমানবীয় এক ইনিংস খেলেছেন তিনি। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে মুস্তাকিমের ৪০৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। মুস্তাকিমের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও দেখা পেয়েছেন ডাবল সেঞ্চুরি। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে, ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়। যার সামনে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি।

৭৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ ওভার ৪ বলে মাত্র ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরিস। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.