কাঠমাণ্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্তে নিহত ৫০

0

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে শিশুসহ  ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ ছেড়ে যাওয়া বিমানটি দুপুর আড়াইটার দিকে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

 বিধ্বস্ত হওয়া বিমানে ইউএস বাংলা এয়ারলাইন্স BS-211 ফ্লাইটটির ৩০ জন বাংলাদেশি যাত্রী ছিল বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য উম্মে সালমা ও নাজিয়া আফরিন চৌধুরী।

বিমানের পাইলট ক্যাপ্টেন হাফিজের কাছে গ্রাউন্ড থেকে সঠিক তথ্য পৌঁছাতে দেরি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে একটি সূত্রে জানা গেছে।
নেপাল পুলিশের এসএসপি ফুলচাঁদ জোশি বলেন, আহত ৮জনকে উদ্ধার করে কাঠমাণ্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন। আগামীকাল মঙ্গলবার তারা কাঠমাণ্ডু যাবেন বলে জানা গেছে।
নেপালের ভ্রমণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য জানান, সোমবার বিকেলে বিধ্বস্ত হওয়া এই বিমানে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।
নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর সোয়া দুইটার দিকে এই ঘটনায় সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে টিআইএ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.