গ্রামীণফোনের টেলিনরকে ৮১১ কোটি টাকা জরিমানা

0

বাংলাদেশে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী টেলিনরকে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে নরওয়ের প্রতিযোগিতা কমিশন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮১১ কোটি টাকা। প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে নরওয়ে ভিত্তিক কোম্পানিটিকে এ জরিমানা করা হয়েছে।

টেলিনরের বিরুদ্ধে অভিযোগ- তারা নিজেদের প্রভাব খাঁটিয়ে বাজারে নতুন একটি মোবাইল ফোন অপারেটরের প্রবেশকে বাধাগ্রস্ত করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে টেলিনর। কোম্পানিটি বলছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত নয়।

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো টেলিনর। গ্রামীণফোনে টেলিনরের শেয়ারের পরিমাণ ৫৫ দশমিক ৮ শতাংশ। দেশীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রামীণ টেলকমের শেয়ার আছে ৩৪ দশমিক ২ শতাংশ। বাকি ১০ শতাংশ শেয়ার আছে বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বর্তমানে নরওয়েসহ বিশ্বের ৮টি দেশে টেলিনরের ব্যবসা আছে। দেশগুলো হলো বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। এশিয়ার পাঁচটি দেশ থেকে টেলিনরের মোট আয়ের ৪৭ শতাংশ আসে।

গ্রামীণফোনের তথ্য অনুযায়ী- টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৬৮ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.