বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ’র শুভেচ্ছাদূত জয়া

0

আসছে ২২ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ–২০১৯ (অনূর্ধ্ব-১৯)। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের শুভেচ্ছাদূত হলেন।
বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯–এর বিভিন্ন কার্যক্রমে জয়া আহসানকে দেখা যাবে। তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন, তাদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে খেলাও দেখবেন।
এ ব্যাপারে জয়া জানান, ‘এবারের অনূর্ধ্ব ১৯–এ যারা অংশ নিচ্ছে, সবাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা যোগাবে।’
এদিকে এই খেলা ঘিরে নানা দিকে হচ্ছে নানান আয়োজন। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে সাতটি বিশেষ নাটক প্রচার করবে আরটিভি। ‘এগিয়ে যাওয়ার নেই মানা’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ-২০১৯ (অনূর্ধ্ব-১৯)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.