চট্টগ্রাম আইন কলেজ (২০-২১) & (২১-২২) ব্যাচ সহপাঠীরা মিলে ঈদ আড্ডা ও ঈদ পুনর্মিলনী প্রোগ্রাম আয়োজন করা হয় নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্কে।
২০-২১ব্যাচ শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোছাইন (সান্ত)র সঞ্চালনায় প্রোগ্রামটির আয়োজনে ছিলেন মিসেস ছাইমা,,বুশরা, ফাহমি, কারিমা বেগম বিজলী, নাছরিন জেরিন, শারমিন টুনটুনি, ফারজানা এ্যাপী, সুমাইয়া ফারহানা সুর্মী, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, ফিরোজ উদ্দীন রাজু,
এসময়উ পস্থিত বক্তব্য রাখেন সন্দীপ মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ জামিল ফরহাদ এবং সিনিয়র ব্যাচের রেজা হায়াত খাঁন, চিটাগাং গ্রামার স্কুল শিক্ষক টুশিন খাঁন, কামরুল হাসান, শারমিন আক্তার, সেলিম রেজা, শেখ সোয়েব, মোঃ হৃদয়, আনজিনা ঝুমু, মানিয়া জাহান ডলি, টিনা আক্তার, মোঃ খুরশেদ আলম,, লিজা ,রুপনা খন্দকার, সৌরভ দত্ত, সোমা আক্তার টিসা, সনিয়া আক্তার, লাভলি আক্তার, হুমায়ন কবির, রুকিবুল হাসান, শাহরিয়ার, আমজাদ হোসেন, সাইফুল আলম, ওসমন গনি, ইব্রাহিম সহ প্রমুখ।
হাতের বানানো পাঁচ প্রকার নাস্তা নিয়ে আসেন ছাইমা, বুশরা ও জেরিন, গিটারের তালে গানে গানে মুখরিত ছিলো ভবিষৎ আইজীবীরা।