করোনায় কমছে দূষণ সেরে উঠছে ওজন স্তরের ক্ষত

0

আজ সারা পৃথিবী থমকে গিয়েছে তবে পরিবর্তন এসেছে প্রকৃতির মাঝে । পশু পাখি নিশ্চিন্তে ঘুরছে রাস্তায় শুধু মানুষ চিড়িয়াখানার মত বন্দী। করোনায় কমেছে দূষণ সেরে উঠছে ওজন স্তরের ক্ষত। আকাশে এখন আর দেখা যায় না কালো ধোঁয়া, পৃথিবীর বুকে এখন হচ্ছে না বোমা বিস্ফোরণ। আজ ধনী দরিদ্র, ক্ষমতাধর, হিংস্র সব মানুষ ভীত-সন্ত্রস্ত। করোনা শিখিয়ে যাচ্ছে মিতব্যয়ী হওয়া চিনিয়ে যাচ্ছে আপন পর।

করোনা মানুষ চিনিয়েছে, দেখিয়েছে মানুষরুপী কিছু পশুকে। করোনা চলে যাবে তবে এই দিনগুলো হয়ে থাকবে শিক্ষা হয়ে। রচিত হবে ইতিহাস পরবর্তী প্রজন্ম বইয়ের পাতায় পড়বে একটি বিশ্ব জয়ের গল্প ।কে মানুষ, আবার দেখতে পশু কিন্তু অবিকল মানুষের মত তা দেখে ফেলেছে আজ বিশ্ব৷

মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তোমরা যা আয় করবে তার সব খরচ করো না! কিছু ব্যয় করো নিজের জন্য, কিছু আল্লাহর রাস্তায় আর কিছুটা হলেও জমাও। না হলে দেখবে তোমার মৃত্যুতে কাফনের কাপড় কিনার টাকা থাকবে না৷ করোনা দেখিয়ে দিয়েছে আমাদের একজন মানুষের প্রতিদিন আমিষ জাতীয় খাবারের প্রয়োজন নেই। দরকার নেই কয়েক পদের তরকারি। বেঁচে থাকার জন্য চাই শুধু একটু পুষ্টি।পার্টি নামে রং ডং রেস্তরাঁ চেকিং না দিয়েও থাকা যায়। মিতব্যয়ী হও, সংযমী হও, আত্ম বিশ্বাসী হও দেখবে সব ঠিক হয়ে যাবে।করোনা ধ্বংস করে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে পাশাপাশি প্রতিনিয়ত জানান দিচ্ছে পোর্ট পোলিও এর গুরুত্ব।

পরিশেষে বেঁচে থাকার জন্য ভার্চুয়াল লাইফ নয়, পরিবার আসল।

লেখক:- মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, সমাজকর্মী ও সংগঠক, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলোর আশা যুব ফাউন্ডেশন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.