মহাসমাবেশে আসা চন্দনাইশের মৃত জহিরুলের পরিবারকে ৫লক্ষ টাকা সহায়তা প্রদান

0

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ জেলা (চন্দনাইশ) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত জহিরুল ইসলাম বাচা পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এই চেক তাকে বুঝিয়ে দেন।
সোমবার (৫ ডিসেম্বর) হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের করইল্ল্যামুড়ার মৃত দুলা মিয়ার বাড়িতে গিয়ে চেক তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম-০১, মিরশরাই উপজেলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ব্যক্তিগত সহকারি নুর খান, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ বিন ঈসহাক সহ দলীয় লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই প্রয়াত জহিরুলের কবর জেয়ারত শেষে, পরিবারের খোঁজ খবর নেন।
আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী জহিরুলের স্ত্রীকে বলেন, ‘জহিরুল চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়। সে ছিল আওয়ামী লীগ নিবেদিত একজন বলিষ্ঠ কর্মী। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তোমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন, আমি আছি, আওয়ামী লীগ পরিবার আছেন।
উল্লেখ্য চট্টগ্রাম নগরীর ফলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বড় ছেলে মো. জিমন (১৮), বড় মেয়ে সাদিয়া সুলতানা লিজা (১৫), মেজ ছেলে কামরুল ইসলাম রিয়াদ (১৩) ও ছোট ছেলে মো. নাঈম ইসলাম (১০) রেখে যান। জহিরুলকে হারিয়ে এখন পুরো পরিবারটি মহা বিপদে রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.