রিফাত হত্যা: হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন

0

বরগুনায় দিনেদুপুরে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার অগ্রগতি প্রতিবেদন এসেছে হাইকোর্টে। বরগুনা জেলার ডিসি ও এসপির প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্টদের কাছে জমা দেয়া হয়েছে, যা আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হবে।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিফাত হত্যার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আছেন চারজন।
হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লা আল মাহমুদুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালালে পুলিশের গুলিতে নিহত হয় নয়ন বন্ড।

গত ২৭ জুন এই অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতরা দেশ ত্যাগ না করতে পারে হাইকোর্ট সেজন্য সীমান্তে রেড এলার্ট জারি করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.