রোহিঙ্গাদের নিয়ে আশংকার আলামত-স্বরাষ্ট্রমন্ত্রী

0

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যদি তাদেরকে দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না যায় তাহলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব সৃষ্টি হতে পারে। বেড়ে যেতে পারে অস্ত্রের ঝনঝনানি।
আজ উখিয়ার ১৯ নম্বর ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সোয়া ১২টা পর্যন্ত এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আশংকার আলামত দেখা যাচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছে তাদের কয়েকজনের আনাগোনা রোহিঙ্গা ক্যাম্পে। আরও ভয়ের বিষয় হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের কিছু সংখ্যক লোক মাদকের সঙ্গে জড়িয়ে গেছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।

একইসঙ্গে অস্ত্র ও খুনে জড়িতদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়াই আমাদের মূল কাজ।’
মিয়ানমারের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার একটি অস্থিতিশীল দেশ।

ওখানে যুদ্ধ-যুদ্ধ খেলা। বিভিন্ন সময় নানা চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হলেও মিয়ানমারের কারণে তার অগ্রগতি হয়নি। আশা করি মিয়ানমার দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.