গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভায় আবর্জনা ফেলার প্যাডেলবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভা কর্তৃক আইইউজিআইপি এর সরববরাহকৃত প্যাডেলবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, তারাপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাউন্সিলরগণসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ। জানা গেছে, পর্যায়ক্রমে পৌরসভার ১ হাজার ৬০০ জন ব্যবসায়ী বা ব্যক্তিকে এই প্যাডেলবিন বিতরণ করা হবে।