বান্দরবান প্রতিনিধি: সোমবার থেকে ৪দিন ধরে বান্দরবানে থানচি উপজেলা থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বান্দরবান থানচি সড়কের নীলগিড়ি রিসোর্ট এলাকায় সড়কের উপর পাহাড় ধ্বসের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বুধবার রাতে ভারী বৃষ্টিতে নীলগিড়ি এলাকার সড়কের উপর পাহাড়ের মাটি ধ্বসে পড়ে বৃহস্পতিবার সকালের
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি একটি টিম সড়কের উপর পাহাড়ের মাটি সরানো কাজ করছে বলে
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিৎ করেছেন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, আজ বিকালে সড়কের উপর ধ্বসে পড়া পাহাড়ের মাটি সরানো কাজ বাস্তবায়ন
হলে যোগাযোগ ব্যবস্থা স্বচ্ছল হবে বলে তিনি ধারনা করেছেন।
বাস স্টেশনের লাইনম্যান মংসিংনু মারমা বলেন, সকাল থেকে যাত্রীবাহী বাস দুইটি ছাড়ানো হয়েছে নিলগিড়ি
পর্যটন কেন্দ্রের কাছাকাছি গেলে বাস ড্রাইভার রা সড়কের উপর পাহাড় ধসের খবর দে তিনি প্রশাসনকে খবর
দিলে থানচি উপজেলা প্রশাসন তৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে। মাটি সরানো কাজ বিকালের মধ্যে সম্পন্ন
হবে বলে ধারনা করছেন তিনি।