ইন্তেকাল করলেন ব্যারিস্টার রফিক-উল হক, দাফন বনানী কবরস্থানে

0

ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে পল্টনের নিজ বাসভবনে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্টে। সেখানে চতুর্থ দফা জানাজা শেষে রফিক-উল হককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক গত ১৫ অক্টোবর থেকে বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন। প্রথম দিকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়।

গত ২০ অক্টোবর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঐ সময় তার ব্লাড প্রেশার ও অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এতে তিনি শকে চলে যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.