বঙ্গোপসাগরে ‘টেস্ট ফায়ারিংয়ের’ সময় নৌবাহিনীর ২ সদস্য নিহত

0

প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণকালে এ নিহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। যদিও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশিক্ষণ চলার সময় গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে এ দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম বলেন, বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.