বাংলাদেশের সাবেক কোচ যুক্তরাষ্ট্রের দায়িত্বে

0

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হলেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কোচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে।

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। স্টুয়ার্ট ল–এর প্রথম সিরিজ হবে সেটি।

ল যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে বলেছেন, ‘এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ, এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।’

যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকি বলেছেন, ‘স্টুয়ার্ট প্রসিদ্ধ একজন কোচ। তার যোগ দেওয়া দলকে সামর্থ্যের পুরোটা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

এর আগে ল বাংলাদেশ (২০১১–১২) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১৭–১৮) প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। শ্রীলংকা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ল। তার অধীনেই ২০১২ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ।

তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিলেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলকেও কোচিং করিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.