পিএইচপি হাউজে রুয়ান্ডার হাইকমিশনারের সম্মানে অনুষ্ঠান
‘বাংলাদেশ-রুয়ান্ডার মধ্যে বাণিজ্যের বিপুল সম্ভাবনা’

0

বাংলাদেশ-রুয়ান্ডা বিজনেস ফোরাম দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও বেগবান করবে উল্লেখ করে রুয়ান্ডার হাইকমিশনার আর্নেস্ট রমুচো বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। পণ্য আমদানি-রপ্তানিসহ বিনিয়োগেরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে। পারস্পরিক এ সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশই বাণিজ্যিকভাবে উপকৃত হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পিএইচপি হাউজ মহসিন ভিলায় রুয়ান্ডার হাইকমিশনারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার এ অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিএইপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ¦ সুফী মোহাম্মদ মিজানুর রহমান। রুয়ান্ডার হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। খুব অল্প সময়ের মধ্যে দেশটির অর্থনীতি অনেকদূর এগিয়েছে। প্রায় প্রতিটি খাতেই অনেক অগ্রগতি অর্জন করেছে। রুয়ান্ডা এ অভিজ্ঞতাকে অনুসরণ করে কাজে লাগাতে চায়। বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতি অনুসরণীয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে রুয়ান্ডার পর্যটন শিল্প নিয়ে নির্মিত প্রায় এক ঘণ্টার একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক ও রুয়ান্ডার অনারারি কনসাল ইকবাল হোসেন চৌধুরী, পরিচালক মো. আলী হোসেন, পরিচালক আমির হোসেন, জহিরুল ইসলাম রিংকু, আকতার পারভেজ প্রমুখ। এছাড়া চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.