বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ৪ লাখ

0

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৬৯৩ জন।

আজ রোববার করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ লাখ ৮৭ হাজার ৬৩১ জন। আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮ লাখ ২১ হাজার ৯ জন। সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৫২ লাখ ৫৯ হাজার ৭৯৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ১০৭ জন, শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৭ জন। তাইওয়ানে আক্রান্ত ৬৪ হাজার ৪১ জন এবং মৃত্যু ৪০ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫৫ জন এবং শনাক্ত ২৬ হাজার ৭৪০ জন। জার্মানিতে শনাক্ত ৪০ হাজার ৯২৯ জন এবং মৃত্যু ৯৮ জন। ফ্রান্সে শনাক্ত ৩০ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু নেই। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২৯ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ৫৫ জন। ইতালিতে শনাক্ত ৩৬ হাজার ৪২ জন এবং মৃত্যু ৯১ জন। ব্রাজিলে আক্রান্ত ১৭ হাজার ৩৫৫ জন এবং মারা গেছেন ৯০ জন। ভারতে এক হাজার ৯১০ জন শনাক্ত হলেও কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.