বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি পৌনে ৬ লাখ মানুষ, মৃত্যু ৫ লাখ ১৩ হাজার

0

করোনায় প্রাণহানি ৫ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। যার ভুক্তভোগী বিশ্বের ১ কোটি পৌনে ৬ লাখ মানুষ। যদিও প্রায় ৫৮ লাখ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

আজ বুধবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৭৪ হাজার ২৬৪ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৫ হাজার ৭২ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ১৮৬ জনে ঠেকেছে।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার ৮৫৩ জনে দাঁড়িয়েছে। আর প্রাণ গেছে সেখানে ১ লাখ ৩০ হাজার ১২২ জনের।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৮ হাজার ৪৮৫ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৫৯ হাজার ৬৫৬ জনে ঠেকেছে।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ ছয় লাখের কোটায়। এখন পর্যন্ত সেখানে ৫ লাখ প্রায় ৮৬ হাজার মানুষ করোনার শিকার হয়েছেন। প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৪১০ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ৩ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪৩ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, নিয়ন্ত্রণে আসা স্পেনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে করে প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৩৫১ জন মানুষ।

সংক্রমণ ২ লাখ ৮৫ হাজারের বেশি লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ৯ হাজার ৬৭৭ জনের।

চিলিতে সংক্রমণ ২ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৫ হাজার ৬৮৮ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪০ হাজার ৫৭৮ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৭৬৭ জন মানুষ।

মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ২৭ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৮১৭ জনের।

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে আক্রান্ত ও মৃতের ঘটনা। ইতিমধ্যেই সেখানে সংক্রমণ ২ লাখ ২৬ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সাড়ে ২৭ হাজারের বেশি মানুষের।

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৯ হাজার ৩৩৭ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩০৪ জনের।

তুরস্কে সংক্রমণ দুই লাখে পৌঁছেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ১৩১ জনের।

বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৮৪৭ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৯ হাজার ৬২৪ জন মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.