শার্শার কায়বা থেকে অভিনব কায়দায় ১৪০ বোতল ফেন্সিডিলসহ মোটরভ্যান উদ্ধার

0

মোঃ আযুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার কায়বা সীমান্ত কামারবাড়ী মোড় থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মোটরভ্যান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্প্রতিবার সন্ধ্যা সাড়ে ৯টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা বিওপির’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ কামারবাড়ী মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি মোটর চালিত ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভ্যান চালক পালিয়ে যায়৷অভিনব কায়দায় রাখা মোটর ভ্যানের বডির নীচে থেকে ফেন্সিডিলগুলো পাওয়া যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক আয়ুব হোসেন পক্ষীকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ মোটরভ্যান উদ্ধার করে কায়বা বিওপি’র টহলদল। জব্দকৃত ফেন্সিডিলসহ মোটর ভ্যানটি খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা করা হবে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.