সংসদ নির্বাচনকে সামনে রেখে
সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- সোলাইমান আলম শেঠ।

0
জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর উদ্যোগে গতকাল (২৬ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৫টায় চকবাজারস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর জাপা’র সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও নগর জাপার সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জাপা’র সহ সভাপতি মো: আলী, ছগির আহমদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর জাপা নেতা আলী ইমরান, নগর যুব সংহতির সদস্য সচিব কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব হারুন, কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক নূর আহমদ মিঠু, উত্তর জেলা যুব সংহতির সভাপতি মুছা তালুকদার, নগর ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক ছাত্রনেতা এনায়েত আলী খান, ইঞ্জি: এরশাদ ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আতা রাব্বি তানভীর, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজগর আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির সদস্য রাশেদুল হক খোকন, এস এম জিন্নাহ, ও নগর ছাত্র সমাজের সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান উদ্দিন আজিজী, চট্টগ্রাম কলেজের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, বাকলিয়া ছাত্রনেতা মোঃ তানভীর, আবু হাসান, ডবলমুরিং থানা ছাত্রনেতা ত্বরিকুল ইসলাম, ইমন, শাকিব, খুলশী থানার ছাত্রনেতা মোঃ ফারহান, বায়েজীদ থানা ছাত্রনেতা আল আমিন, পাহাড়তলী থানার মোঃ সাকিব, কোতোয়ালী থানার তোফাজ্জেল হোসেন, সজীব, জিশান, কিশান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নগর ছাত্র সমাজের সকল নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভূলে দলের স্বার্থে নিজেদেরকে আরো শক্তিশালী করতে হবে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ স্বপ্ন পূরণে ছাত্ররাই হাতিয়ার। আপনারা নিজেদের কোন্দল নিজেদের মধ্যে মিটিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনি থেকে প্রস্তুতি নিতে হবে। সকল থানা, ওয়ার্ড, কলেজে এখন থেকেই কর্মী সংগ্রহ করতে হবে। যার যতটুকু সহযোগিতা প্রয়োজন নগর জাপা’র পক্ষ থেকে আমরা সবসময় প্রস্তুত। যদি কেউ সংগঠনের বিরোধীতা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই সবাই মিলেমিশে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা জানি আমাদের সন্তানরা কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত নেই। আমাদের ছেলেদের তেমন লোভ লালসাও নেই। তাই ছাত্র নেতাদের নামে থানায় কোন মামলাও নেই। সুন্দর আগামী দিনের প্রত্যাশ্যায় পল্লীবন্ধু হাত ধরে আরেকবার এই সেøাগানকে সামনে রেখে নগর জাতীয় ছাত্র সমাজকে এগিয়ে যেতে হবে এবং পরবর্তীতে নগর ছাত্র সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগের চেয়েও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.