সীতাকুন্ডে পাহাড়ে খেটে খাওয়া মানুষের একমাত্র ঢালা সড়ক খুলে দেওয়ার দাবীতে এলাকাবাসীর অবস্থান

0

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সীতাকুণ্ড বাড়বকুন্ডে পাহাড়ে চাষ করে খেটে খাওয়া মানুষের একমাত্র যাতায়াতের পথ রাজা আম্বিয়ার ঢালা সড়কটি খুলে দেওয়ার দাবীতে অবস্থান করেছে স্থানীয় কৃষক জনতা। সোমবার সকাল ১১টায় এলাকাবাসী সাবেক আনোয়ারা জুট মিলস। এলাকা দিয়ে পাহাড়ে যাওয়ার পথ খুলে দেওয়ার দাবীতে অবস্থান নিলে কেএসআরএম স্ক্র্যাপ ডিপোর কর্মচারীরা স্থানীয় কৃষকদের বাধা সৃষ্টি করে ও অকট্ট ভাষা ব্যক্ত করে।
এসময় কেএসআরএম এর লোকজন কৃষকদের উপরে চড়াও হয়। শ্রমিক কর্তৃক এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত লোকজন কেএসআরএম এর গেইটে গিয়ে অবস্থান নেয়।
এদিকে জঙ্গল কাটগড় রাজা আম্বিয়ার ঢালা পাহাড়ী বাগান ও কৃষি উৎপাদনকারী ফলদ বাগান মালিক সমিতির সভাপতি মো. জয়নাল আবদীন ভূঁইয়া জানান, টাকার জোরে অন্যায়ভাবে জনগণের চলাচলের পথ দখল করে নিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। ৩০ হাজার মানুষের জীবন-জীবীকার একমাত্র অবলম্বন রাজা আম্বিয়ার ঢালা সড়ক দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি। তিনি আরো জানান, রাস্তাটি নিয়ে কেএসআরএম এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালত অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করলেও নিষেধাজ্ঞা মানছে না কেএসআরএম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.