হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে ৪ বাংলাদেশী আহত

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র ছড়া গুলিতে শিশু ও নারীসহ ৪ বাংলাদেশী কৃষক আহত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি সীমান্তের ৮৯২ নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার সহিদুল ইসলাম (৩৫), জোবেদা বেগম (৩০), রবিউল ইসলাম (১৩) ও উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুল হামিদ (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই এলাকায় বাংলাদেশের অভ্যান্তরে ৪-৫ জন ছেলে তাদের ভুট্টা ক্ষেতে পাখি তাড়াতে যায়। এ সময় ভারতীয় শীতলকুচি থানার রাজারবাড়ি তিলুক ক্যাম্পের ৪-৫ জন বিএসএফ সদস্য এসে তাদের ধরার চেষ্টা করলে তারা চিৎকার করে। তাদের চিৎকারে স্থানীয় কয়েক জন কৃষক ছুটে আসলে আরও ২০-২৫ জন বিএসএফ সদস্য এসে তাদের তাড়া করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ৩ রাউন্ড ছড়া গুলি ছুড়ে। এ সময় তাদের ছোড়া গুলিতে ৪ জন আহত হয়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সিঙ্গিমারী ক্যাম্পের কমান্ডার ফারুক হোসেন জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এ ধারণের ঘটনার আর যেনো না ঘটে সে বিষয়ে উভয় পক্ষ সজাগ থাকবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.