রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য আমেরিকার আইন-প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।
বাইডেন বলেন, আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। আমরা আধুনিক যুগে যা কিছু দেখেছি তার বিপরীতে এই ঘটনা। স্বাধীনতার দুর্গের আক্রমণ। এই আক্রমণ জনগণের প্রতিনিধিদের ওপর। ক্যাপিটল হিল পুলিশ তাঁদের রক্ষার শপথ করেছে। নির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেছেন, ক্যাপিটলে হামলার দৃশ্যগুলো সত্যিকারের মার্কিন যুক্তরাষ্ট্রের নয়।
বাইডেন আরো বলেন, আমরা যা দেখছি তা হলো অনাচারে লিপ্ত কিছু সংখ্যক উগ্রবাদী। এটি ভিন্নমত নয়, এটি ব্যাধি। এটি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটি এখই শেষ হতে হবে।
সূত্র: সিএনএন।