Saturday, March 22

কাপ্তাইয়ে ৩দিনব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন

0

কাপ্তাই প্রতিনিধিঃ ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই স্লোগানে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) হতে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তারুণ্যের মেলা। বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন ফিতা কেটে তারণ্যে উৎসব উদ্বোধন করে।এর আগে বর্ণাঢ্য এক র্র্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কাপ্তাই বিএসপিআই এর শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী।

মেলায় ৩০টি স্টল পসড়া নিয়ে বসেছে। এবং শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.