কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষর অপসারণের দাবিতে কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩০অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো.রিয়াজ উদ্দিন আকাশের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় কাপ্তাই উপজেলা যুবদল সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু, মো. সেকান্দার আলী রাসেল (সভাপতি, কাপ্তাই উপজেলা ছাত্রদল)ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী বক্তব্যে রাখেন। সমাবেশে বক্তাগণ বলেন, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ,এইচ,এম বেলাল চৌধুরী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের একজন দালাল, তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর হতে কর্ণফুলী কলেজকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছেন।

সমাবেশ হইতে বক্তারা অধ্যক্ষকে নিজ থেকে পদত্যাগ করার আহ্বান জানায়, যদি নিজ থেকে পদত্যাগ না করেন তাহলে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে অপমান বেইজ্জতি করে পদত্যাগ করানো হয়েছে সেভাবে পদত্যাগ করানো হবে হুশিয়ারি দেয়া হয়। তবে এসময় কলেজ অধ্যক্ষ কলেজে ছিলেননা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.