Saturday, March 22

কাপ্তাই যুব রেড ক্রিসেন্টের পিঠা উৎসব

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিমের পিঠা উৎসব যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যুব রেড ক্রিসেন্ট সভাপতি মো.আসিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন।বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈনিক মাহমুদ হাসান, প্রফেসর আবু তালেব ও প্রধান শিক্ষক মাহাবুব হাসান ।

যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিম সভাপতি আসিফুল ইসলাম বলেন,সেবামূলক কাজ করতে গিয়ে প্রশাসনিক কোন সহযোগিতা পায়না।তারা বৈষম্যেরস্বীকার বলে জানান।এসময় প্রাণী সম্পাদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, তথ্য অফিসার দেলোয়ার হোসাইন, মেডিকেল অফিসার একেএম কামরুল হাসান, ওমর ফারুক রুনি(আবাসিক মেডিকেল অফিসার), উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, বিআরডিবি অফিসার আব্দুল্লাহ আল বাকের,কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রেড ক্রিসেন্ট সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় ১২জাতের দেশিও পিঠার উৎসব করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.