ভবন কিংবা বাড়ির ছাদে উৎসব আয়োজনে নিষেধাজ্ঞাসহ থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদ্যাপনের ক্ষেত্রে ১৩ দফা নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।
পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোসহ যেকোনো ধরণের বেপরোয়া আচরণ ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি ১৩ দফা নির্দেশনাসহ এ অনুরোধ জানায়। ডিএমপি বলেছে, ইংরেজি নববর্ষ উদ্যাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরণের আশঙ্কা প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশ বদ্ধপরিকর। নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।