Saturday, March 22

জন সিনার জীবন বদলে দিয়েছেন শাহরুখ খান

0

ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিল গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে। আর এই মহা আয়োজনে দেখা মিলেছে রেসলিংয়ের সাবেক চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা জন সিনার। একেবারে দেশি লুকেই চমকে দিয়েছেন তিনি।বিয়ের অনুষ্ঠানে জন সিনার দেখা হয়েছে দেশ-বিদেশের একঝাঁক অতিথিদের পাশাপাশি এমন একজন মানুষের সঙ্গে, যে তার জীবন বদলে দিয়েছিল একটা সময়। তিনি সবসময়ের জন্য সেই ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানান জন সিনা।

সামাজিক মাধ্যমে সেই ব্যক্তির ছবি শেয়ার করে জন সিনা জানালেন নিজের অনুভূতি। কিন্তু কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান!বিয়ে থেকে দেশে ফেরার পর জন সিনা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি অনন্ত আম্বানি এবং রাধিকার বিয়েতে যোগ দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেই পোস্টে শাহরুখের কথা উল্লেখ করে জন সিনা লিখেছেন, তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন শাহরুখ খান। জন সিনা এক্সে (টুইটার) রাধিকা এবং অনন্তের বিয়ে থেকে শাহরুখের সঙ্গে তার ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এটি একটি অনন্য এবং আশ্চর্যজনক মুহূর্ত। ২৪ ঘণ্টা অসাধারণ কেটেছে। এই সময়টাকে এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আম্বানি পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আথিতেয়তায় আমি মুগ্ধ।অনেক অবিস্মরণীয় মুহূর্ত দিয়ে ভরা একটি অভিজ্ঞতা। যা আমাকে অগণিত নতুন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এর মধ্যে শাহরুখ খানও রয়েছেন। তাকে ব্যক্তিগতভাবে বলতে পেরেছি যে তিনি আমার জীবনে কতটা পজিটিভ প্রভাব রেখেছেন।’ জন সিনার এই পোস্ট দেখে বেশ উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরাও। রীতিমতো জন সিনার ভক্ত হয়ে উঠেছেন অনেকে এবং প্রশংসাও করেছেন।

জন সিনাকে সামনে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যাবে ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্র। সিনেমাটির শ্যুটিং চলছে। ইতোমধ্যেই রেসলিং ছেড়ে হলিউডে নিজের অবস্থান শক্ত করছেন এই অভিনেতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.