Monday, August 8

জেনে নিন ‘ভারতীয় সুন্দরী’ আমের কথা

0

টুকটুকে লাল-কাঁচাহলুদের মতো, দেখতে বেশ চমৎকার। একবার নজর পড়লে ফিরে তাকানো দায়। হ্যাঁ, এসব সুন্দরীর ব্যাপক চাহিদা বেড়েছে উত্তরের বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে। বলছি ‘ভারতীয় সুন্দরী’ আমের কথা।

শহরের প্রতিটি ফলমূলের দোকানে থরে থরে সাজানো হয়েছে ভারতীয় সুন্দরী আম। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ৪০০ টাকার মতো। কিনছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা।

দর কষাকষিতে পাওয়া যায় ৩৫০ টাকা কেজি। পাইকারি দরে পাওয়া যাচ্ছে এসব আম ২০০-২৫০ টাকা কেজিতে।

এসব আম বিক্রেতা বলেন, ভারতীয় সুন্দরী আম দেখতে ও স্বাদে ভালো। সেই সঙ্গে ক্রেতার চাহিদার কারণে এসব আম এনে হিমাগারে মজুত রেখে পরবর্তীতে বিক্রি করছি। তবে দু’একদিনের মধ্যে এই লাল টুকটুকে আমটি বিক্রি না হলে চুপসে যায়। তখন পুরোটাই ক্ষতি হয়।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, এসব অপরিপক্ব আম না খাওয়াই ভালো। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি এসব আম না কেনার পরামর্শ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.