ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সীমান্তে বিজিবির পক্ষ হতে শারদীয় দূর্গাপূজা-২০১৯ উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেক্টর/ব্যাটালিয়নে মিষ্টি প্রেরণ করা হয়েছে।
৫ অক্টোবর শনিবার দুপুর ১১টায় বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় কর্ণেল মশফিকুর রহমান মাসুম এর পক্ষ হতে বিএসএফ রায়গঞ্জ সেক্টর এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ এর পক্ষ হতে প্রতিপক্ষ ০২টি বিএসএফ ব্যাটালিয়ন (১২২ ও ১৩৭ বিএসএফ ব্যাটাঃ) এর কমান্ড্যান্ট ও স্টাফ অফিসার বরাবর বিজিবি ও বিএসএফ ক্যাম্পের মাধ্যমে মিষ্টি প্রেরণ করা হয়েছে।