Tuesday, April 29

নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পণ্ড করে নামাজের ইমাম ও বিএনপি ১ নেতাকে আটক

0

বুধবার বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে পুলিশের বাধায় মুন্সীগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পণ্ড হয়ে গেছে। এ সময় নামাজের ইমাম ও বিএনপি ১ নেতাকে আটক করে নিয়ে যায় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র হত্যার ঘটনায় বেলা ১১টায় দলটি গায়েবানা জানাজার আয়োজন করে। এ সময় নেতাকর্মীরা জানাজায় দাঁড়ান। জানাজা শুরু হতেই পুলিশ জানাজার ইমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিলেন তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই ২ জনকে আটক করা হয়। একইসঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের ২ জন নেতাকে ধরে নিয়ে গেছে। আটক ২ নেতার মুক্তি দাবি করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.