Wednesday, November 29

পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

0

এবার পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

রোববার (২৬ ফেব্রুয়ারি) হওয়া ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৫ কিলোমিটার। এখনও গুরুতর ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গতকাল শনিবার তুরস্কের আনাতোলিয়ান প্রদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার।

একইদিন জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.