Saturday, March 22

পুলিশের বাধার মুখে শিক্ষকরা রাস্তায় কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন

0

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রার সময় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রতিবন্ধী ও অটিস্টিক বিশেষ বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়।

দুপুর ১২টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষকরা পদযাত্রার প্রস্তুতি নেন। কিন্তু শুরু থেকেই পুলিশ তাদের আটকে দেয়। কিছুটা এগিয়ে কদম ফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশ কড়া অবস্থান নিয়ে মানববন্ধন তৈরি করে। এতে ক্ষুব্ধ শিক্ষকরা সেখানেই বসে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশের জলকামান আনা হয়।

শিক্ষকদের সড়কে অবস্থানের ফলে পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার রাস্তা এবং মৎস্য ভবন থেকে শিক্ষা ভবনের দিকে আসার পথ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ পল্টন থেকে কদম ফোয়ারাগামী গাড়িগুলোকে প্রেস ক্লাবের সামনে ইউটার্ন নিয়ে পুনরায় পল্টনের দিকে পাঠায়। একইভাবে, মৎস্য ভবন থেকে আসা যানবাহনগুলোর জন্য বিকল্প পথ তৈরি করা হয়। তবে এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষকদের দাবি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি কেউ তাদের সঙ্গে আলোচনায় না বসেন, তবে তারা রাস্তা ছাড়বেন না। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. সব বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা।
২. বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম তিন হাজার টাকা শিক্ষা ভাতা চালু করা।
৩. শিক্ষার্থীদের মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন।
৪. ছাত্র-ছাত্রীদের জন্য ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.