Saturday, March 22

বরিশালে বিজয় উদযাপন, মুশফিকের সেলফিতে হাজারো সমর্থক

0

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নগরের বেলস পার্কে টানা দুবারের জেতা বিপিএল ট্রফি দুটি নিয়ে হাজির হয়েছেন তামিম ইকবালরা।কথা রেখেছে ফরচুন বরিশাল। লঞ্চে না হলেও বিমানযোগে ট্রফি নিয়ে বরিশালে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। টানা দ্বিতীয়বার বরিশালের বিপিএল জয় উদযাপনে বেলস পার্কে জড়ো হন হাজার-হাজার ক্রিকেট সমর্থক। মুশফিকুর রহিমের এক সেলফিতে সে জনারণ্যের দেখা মিলেছে।

ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বলেছিলেন, লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। তবে বাস্তবে তা হয়নি। তবে শেষ পর্যন্ত এবারও বিপিএল ট্রফির লঞ্চে চড়া হয়নি।

ফাইনাল জয়ের পর ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান বলে দেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাওয়া সম্ভব নয়। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছায় টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা ঘরে তোলা ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান আগেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ‘৯ তারিখে বরিশাল যাব, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

তার সে নিমন্ত্রণ গ্রহণ করে আজ বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপনে তামিম-মুশফিকদের সঙ্গী হয়েছেন হাজারো ক্রিকেটপ্রেমী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.