Tuesday, April 29

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন

0

মঙ্গলবার বিকালে ইফতারের আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ৭০ বছর বয়সী অলিফা আকতার দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আলিফা আকতারের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.