Tuesday, April 29

‘ভুল মানুষকে বিয়ে করতে চাই না’

0

ডাক্তার প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ভারতীয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। প্রেমের সম্পর্কে ফাটল ধরা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, ‘সেই ডাক্তার বাবুকে বিয়ে করছি না। একটা প্রেম আছে জীবনে। তবে এই মুহূর্তে সেটা নিয়ে বেশি কিছু বলার মতো জায়গায় নেই।’

বিয়ে করা প্রসঙ্গে ঋতাভরী বলেছেন, ‘ভুল মানুষকে বিয়ে করতে চাই না। তবে আমার দিদি এবং সম্বিতের বিয়েটা দারুণ। তারা একে অপরের ভালো বন্ধু। তখন মনে হয় বিয়েটা সুন্দর জিনিস।’ তবে সম্পর্ক ভাঙলেও প্রেমের প্রতি এখনো অগাধ আস্থা তার। জানিয়েছেন, বিয়েও করবেন। তবে সেটা তথাগতকে নয়। ঋতাভরী স্পষ্ট করেছেন, কোনো তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেনি। তিনি এবং তথাগত এখনো খুব ভালো বন্ধু। এখনো শরীর খারাপ হলে স্বাস্থ্যের খোঁজ নেন ডাক্তার বাবুই।

প্রসঙ্গ, ২০২১ সালে দুটি বড় অপারেশন হয় ঋতাভরীর। তখন তাকে দেখভাল করেন ডাক্তার তথাগত। ২০২২ সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আংটি বদলের পর লিভ-ইনে থাকার কথাও জানান অভিনেত্রী। তবে কিভাবে সম্পর্ক ভাঙল তাদের? হঠাৎই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.