Tuesday, April 29

মারাত্মক দুর্ঘটনার আহত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী,কপালে ১৩টি সেলাই

0

পিকেল বল খেলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী। একসময় বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও ৯০-এর দশকের এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে রুপালি পর্দার আড়ালে রয়েছেন। তবে ভক্তদের মাঝে এখনো জনপ্রিয় এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ মার্চ পিকল বল খেলার মাঝে অসতর্কার কারণে আঘাত প্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থায় অভিনেত্রীকে হাসপাতালে নেওয়া হলে ক্ষতস্থানে মোট ১৩টি সেলাই লাগে। সোশ্যাল মিডিয়াতে নিজেই সেই খবর জানিয়েছেন । বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে অপারেশনের পর তিনি কিছুটা সুস্থ বোধ করছেন।

সোশাল মিডিয়ার শেয়ার করা ছবিতে দেখা গেছে, ভ্রুয়ের কাছে গভীর ক্ষত হয়েছে। কপালে ব্যান্ডেজ অবস্থায় হাসিমুখের ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি আপাতত সুস্থ রয়েছেন। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।

ভাগ্যশ্রীর পোস্ট করা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। সিনেমার জগতে এখন নিয়মিত না থাকলেও তার জনপ্রিয়তা যে কমেনি, তা তার পোস্টের কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট।

প্রসঙ্গত, ভাগ্যশ্রী বর্তমানে সিনেমায় সেভাবে দেখা না গেলেও এক সময়ের দাপুটে অভিনেত্রী তিনি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমা তার অন্যতম জনপ্রিয় সিনেমা। এই সিনেমায় সালমানের সঙ্গে তার জুটি প্রশংসা পেয়েছিল দর্শক মহলে। সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী এর মধ্যে রয়েছে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’। অন্যদিকে দীর্ঘ ৩৩ বছর পর আবার পর্দায় সালমানের সঙ্গে দেখা গেছে ভাগ্যশ্রীকে। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার একটি দৃশ্যে দুজনকে একসঙ্গে দেখা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.