মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে শুরু হয়েছে এক সপ্তাহের ‘লকডাউন’। সকাল থেকেই বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। কিন্তু শিল্পকারখানা চালু থাকায় এবং সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সকালেই রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ। গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন অফিসগামীরা। গণপরিবহন সংকটে ঢাকা চট্টগ্রামসহ প্রায় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন তারা। রিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা চললেও ভাড়া হাঁকছে দ্বিগুণ-তিনগুণ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারন জনগন। অনেকে বাধ্য হয়ে হেঁটে রওনা হন অফিসে।
অনেক কর্মরত মানুষেরা গাড়ি না পেয়ে কয়েক জায়গায় বিক্ষোভ করেছেন। অনেকে সময়মতো কাঙ্ক্ষিত জায়গায় যেতে না পেরে হা হুতাস করছেন।