শীর্ষ ধনী অভিনেত্রী জুহি চাওলার সম্পদ কত?

0

নব্বইয়ের দশকে বলিউডের বাজার অনেকটা ফুলে-ফেঁপে ওঠে। সিনেমার বাজেট যেমন কয়েক গুণ বেড়েছে ওই সময়, তেমনি তারকাদের পারিশ্রমিকও। অনেক তারকা সিনেমাপ্রতি এক কোটি রুপি পারিশ্রমিক নিতে শুরু করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও প্রসারে তারকাদের অংশগ্রহণ বাড়তে থাকে। অনেক তারকা ব্যবসাও শুরু করেন। ফলে বলিউড তারকাদের মিলিয়নিয়ার হতে বেশি সময় লাগেনি।

বিশ্বের সেরা ধনী চলচ্চিত্র তারকাদের তালিকা করলে এখন বলিউডের অনেকের নামই উঠে আসে। কয়েক দশক আগেও সেটা অকল্পনীয় ছিল। এটা যে শুধু পুরুষ তারকাদের বেলায়, তা নয়; নারীরাও এগিয়ে গেছেন সমানতালে।

সম্প্রতি বলিউডের অভিনেত্রীরা কে কত সম্পদের মালিক, তার একটি তালিকা প্রকাশ পেয়েছে। হুরুন রিচ লিস্ট নামের ওই তালিকায় শীর্ষ স্থানে আছেন এমন একজন অভিনেত্রী, যিনি এখন সিনেমায় আগের মতো নিয়মিত নন। গত এক দশকে কোনো হিট সিনেমাও নেই তার। অথচ সেই জুহি চাওলাই এখন ভারতের শীর্ষ ধনী অভিনেত্রী। বলিউডের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখের দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার তিনি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, হুরুন রিচ লিস্টে নারী তারকাদের মধ্যে শীর্ষ স্থানে আছেন নব্বই দশক কাঁপানো এই বলিউড সুইটহার্ট। হুরুন রিচ লিস্ট অনুযায়ী, সম্পদের দিক থেকে শাহরুখ খানের পরেই জুহির অবস্থান। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার ৬০০ কোটি রুপি।

ঐশ্বরিয়া রাই আছেন দ্বিতীয় স্থানে আছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। এই নায়িকার সম্পদের পরিমাণ ৮৫০ কোটি রুপি। ৬৫০ কোটি রুপির মালিক হয়ে তিনি আছেন তৃতীয় অবস্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। চতুর্থ অবস্থানে আছেন আলিয়া ভাট। সিনেমার পাশাপাশি এই অভিনেত্রো বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি সিনেমাও প্রযোজনা করেছেন। আলিয়ার সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। পঞ্চমে রয়েছেন শাহরুখ খানের একাধিক সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। ৫০০ কোটি রুপির মালিক তিনি।

তবে মজার বিষয় হচ্ছে সিনেমা থেকে দূরে থাকলেও জুহি চাওলা তার সম্পদের পরিমাণ দিয়ে চার নায়িকাকে পিছনে ফেলেছেন। এই চারজনের সব সম্পদ এক করলেও জুহির সমান হবে না। নব্বইয়ের দশকে বলিউডের প্রথম নারী অভিনেত্রী ছিলেন জুহি। সিনেমা থেকে অনেক অর্থ আয় করেছেন। আর সেই অর্থ তিনি বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায় যার ফল পাচ্ছেন তিনি। শাহরুখ খানের রেড চিলিজ গ্রুপের অন্যতম অংশীদার জুহি। কলকাতা নাইট রাইডার্সসহ কয়েকটি ক্রিকেট দলে বিনিয়োগ আছে তার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.