Saturday, March 22

সারাদেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে খেয়াং সম্প্রদায়ের মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ধর্ষণের ঘটনাসহ সারাদেশে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বান্দরবানের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতার হাতে প্লেকার্ড ও ব্যানারে অর্ধশতাধিক বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা এ মানববন্ধন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু, কিশোরী, বৃদ্ধা, ভারসাম্যহীন নারী কেউ নিরাপদে নেই। সারাদেশে নারীদের প্রতি ধর্ষণ ও সহিংসতা যে হারে বেড়েছে তা অকল্পনীয়। ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক। সে যে কোনো জাতির, যে কোনো জনগোষ্ঠীর মানুষ হোক। তার পরিচয় ধর্ষক। আমরা কেউই ধর্ষকের বাবা-মা, ভাই হতে চাই না। তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে মানবাধিকার কর্মী ডনাইপ্রু নিলি বলেন, ধর্ষণের মতো জঘন্য কাজ করেও ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। আমাদের বান্দরবানেও গতকাল রোয়াংছড়িতে মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। জঘন্যতম অপরাধ করেও তারা কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছে। তাই ধর্ষণের মতো জঘন্য অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এ সময় সারাদেশে ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা জড়িত অপরাধীদের ৪৮ ঘন্টার মধ্যে বিচার কাজ শেষ করে কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে মানবাধিকার কর্মী ডনাইপ্রু নিলি, বান্দরবান দূর্নীতি দমন কমিশনের সভাপতি অংচমং মার্মা ও কয়েকজন ছাত্র প্রতিনিধি বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.