সুন্দরগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া

0

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচারে বন্যার পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া গণ উন্নয়ন কেন্দ্র (এটক) বাস্তবায়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মহসিন সরদার টিপু, গণ উন্নয়ন কেন্দ্র (এটক) কো অডিনেটর সুবীর কুমার সাহা, গণউন্নয়ন কেন্দ্র (এটক) বন্যা সহনশীল প্রকল্প প্রজেক্ট ম্যানেজার সফিকুল ইসলাম, প্রজেক্ট অফিসার ডলি সুলতানা, কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মন্জু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা প্রমূখ।
এর পূবে বন্যার পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া পরিচালনা করেন হাতিবান্ধা গণউন্নয়ন কেন্দ্র (এটক) প্রজেক্ট অফিসার রবিউল হাসান। এই মহড়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাদানকারি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.