১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো ভারত

0

সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর সাদা পোশাকের ক্রিকেটে টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। অবশেষে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো রোহিত শর্মার দল। বেঙ্গালুরু পর পুনে টেস্টে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলে ১৩ উইকেট শিকার করেছেন এই কিউই স্পিনার। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা।

এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো স্বাগতিকরা। পুনে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ভারতের ব্যাটিং লাইন। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ রান খরচায় ৭ উইকেট নেন স্যান্টনার।

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম ল্যাথামের ব্যাটে ভর করে ২৫৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেঞ্চুরির কাছে গিয়েও ৮৬ রানে সাজঘরে ফিরে যান ল্যাথাম। এছাড়া ৮২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ৪টি ও রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ওপেনার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা দ্রুত আউট হলেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জয়সওয়াল।

ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে রানের চাকা সচল রাখেন জয়সওয়াল। দলীয় ৯৬ রানে ৩১ বলে ২৩ রান করে আউট হন গিল। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জয়সওয়াল। দলীয় ১২৭ রানে আউট হওয়ার আগে ৬৫ বলে ৭৭ রান করেন তিনি।

জয়সওয়ালের বিদায়ের ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। বিরাট কোহলি ১৭, শরফরাজ খান ৯, ওয়াশিংটন সুন্দর ২১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রিঝভ পন্থ। এরপর রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ২০৬ রানে ৩৪ বলে ১৮ রান করে আউট হন অশ্বিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.