Tuesday, April 29

২০২৬ সালের শেষে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপঃ ইলন মাস্ক

0

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, তাদের বিশাল রকেট স্টারশিপ ২০২৬ সালের শেষের দিকে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা করবে। ‘২০২৯ সালের মধ্যেই’ মঙ্গল গ্রহে মানুষের অবতরণ ঘটতে পারে বলেও অনুমান করেছেন এই ধনকুবের।

ইলন মাস্ক এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, আগামী বছর শেষের দিকে অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করবে স্টারশিপ। যদি অবতরণ ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে ২০২৯ সালের মধ্যেই সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.