অজিদের বিপর্যয়ে জয় দেখছে ভারত

0

বক্সিং ডে টেস্টে হারের প্রহর গুণছে অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংসে ৪৪৩ রানের জবাবে মাত্র ১৫১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতও। তবুও ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে ইনিংস ঘোষণাকালে ৩৯৯ রানের বিশাল পুঁজি পায় সফরকারীরা।
চতুর্থ ইনিংসে ৩৯৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অজিরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৬ রানের মাথায় অ্যারন ফিঞ্চকে হারিয়ে ফেলে তারা। এরপর টপ অর্ডারের শন মার্শ (৪৪) ছাড়া কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। তবে স্রোতের বিপরীতে চলতে থাকেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান প্যাট কামিন্স।
ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ক্রিজের একপ্রান্ত আগলে রেখে ৬১ রানে অপরাজিত রয়েছেন এই পেসার। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয় টিম পেইনের দল। শেষ দিনে ক্যাঙ্গারুদের প্রয়োজন আরও ১৪১ রান। হাতে রয়েছে মাত্র দুটি উইকেট।
এদিকে ভারতের প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা ১০৬ রান ও বিরাট কোহলি ৮২ রানের সুবাদে ৪৪৩ রানের পুঁজি পায় ভারত। জবাবে জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যরা। ভারতের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ঝড় তোলে সেই কামিন্সই। তার ৬ উইকেটে শিকারে ১০৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে কোহলির দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.