করোনা সংক্রমণ রোধে ৭শ মানুষকে হাত ধোয়া শিখালেন স্কুলশিক্ষক

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ ‘আমি অসামাজিক আমার সাথে কারো মিশার দরকার নেই’ বুকের মাঝে এমন একটি লেখা নিয়ে ঘুরতে দেখা গেছে এক স্কুল শিক্ষককে। হাতে হেক্সিসল ও লিফলেট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ব্যতিক্রম উপায়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছেন তিনি।

২৩ মার্চ সোমবার কাপাসিয়া উপজেলার টোক বাজারে গণসচেতনতা বৃদ্ধির জন্য এমন ভিন্ন কার্যক্রম দেখা যায়।

জানা যায়, টোক ১৭ নং উজলীদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দীন তার ব্যক্তি উদ্যোগে স্থানীয় বাজারের সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য হেক্সিসলের প্রকৃত ব্যবহার শিখানোসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দীন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৭শ জন‌কে হে‌ক্সিসল দি‌য়ে হাত সুরক্ষা রাখার কৌশল শিখিয়েছি এবং স‌চেতনতা বৃদ্ধির জন্য জণসাধারনের মাঝে লিফ‌লেট বিতরণ ক‌রি।আমার স্লোগান, আপনা‌কে সুরক্ষা রাখার জন‌্য প্রয়োজ‌নে অসামা‌জিক হ‌য়ে যা‌বেন। এছাড়াও ১২‌টি জায়গায় স‌চেতননামূলক আ‌লোচনা ক‌রি। গ্রামের সাধারণ মানুষ যেভাবে সচেতন হয় তাদের সেভাবেই সচেতন করা প্রয়োজন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.